দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গঙ্গারামপুর থানার মহারাজপুরে মৎস্যজীবীদের জাল ,তৃণমূলের ফ্লাগ ,ফেস্টুন ছিড়ে ফেলে দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার বিজেপির -তৃণমূলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে,তদন্ত শুরু করেছে পুলিশ *দক্ষিণ দিনাজপুর* :গঙ্গারামপুর থানার মহারাজপুরে নির্বাচনের জন্য এলাকায় লাগানো তৃণমূলের দলীয় পতাকা ,মৎস্যজীবীদের রেখে যাওয়া জাল , ফ্লাগ, ফেস্টুন ছিড়ে ফেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল রাত্রিতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়।(৩)২বেলবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের অভিযোগ, ভোটে এলাকা থেকে পিছিয়ে যাবে ভেবেই নোংরা খেলায় নেমেছে বিজেপি। যদিও বিজেপি তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে,ঘটনার তদন্ত শুরু করেছে গংগারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকাটি বরাবরই শাসকদলের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত। তৃণমূলের অভিযোগ,মহারাজপুরে একটি পুকুরে মৎস্যজীবী দের পরিবারের বেশ কিছু লোকজন একটি পুকুরে মাছ ধরে বহু টাকার জাল সেই পুকুরের পাড়ে রেখে গিয়েছিল বলে দাবি তাদের। তৃণমূলের অভিযোগ, রাতে ওই সমস্ত মৎস্যজীবীদের রেখে যাওয়া জাল,এলাকায় লাগানো নির্বাচনের জন্য দলীয় তৃণমূলে ফ্লাগ, ফেস্টুন দুষ্কৃতিকারীরা আগুন জ্বালিয়ে দিয়ে তা পুড়িয়ে দেয় বলে অভিযোগ। এদিন সকালে বিষয়টি জানতে পেরেই সকালে ছুটে আসেন (৩) বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের চেয়ারম্যান পরেশ বসাক সহ আরো অনেকেই। তারাই পুলিশকে খবর দিলে গঙ্গারামপুর থানার পুলিশ ছুটে এসে ঘটনার তদন্তে নামে। অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান পরেশ বসাকের অভিযোগ, এলাকায় পায়ের তলায় মাটি বিজেপি সরে যেতেই নোংরা খেলায় মেতেছে তারা।থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর দূরাভাসে সেই অভিযোগ অস্বীকার করে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এমন ঘটনা বলে দাবি করেছেন। গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ শুরু করেছে তৃণমূলের অঞ্চল সভাপতির তরফে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকা।
Home রাজ্য উত্তর বাংলা গঙ্গারামপুর থানার মহারাজপুরে মৎস্যজীবীদের জাল ,তৃণমূলের ফ্লাগ ,ফেস্টুন ছিড়ে ফেলে দিয়ে পুড়িয়ে...