গাজন উৎসবকে কেন্দ্র করে মধ্যরাতে সন্ন্যাসী চালান মহাশ্মশানে, সারারাত ব্যাপী গাজন উৎসবে মাতোয়ারা ভক্তবৃন্দরা।

0
69

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  চৈত্র মাস পরতেই গাজন, অর্থাৎ নীল পূজোর মধ্য দিয়ে আবার চড়ক পুজো। এই একটা মাস লাখ লাখ ভক্তবৃন্দরা দেবাদিদেব মহাদেবের আরাধনায় মগ্ন হন। তবে বেশিরভাগ ভক্তরা গাজনের সন্ন্যাসীর বেশে করেন মহাদেবের আরাধনা,যদিও এই গাজন উৎসব গোটা নদীয়া জেলায় এক অন্যতম যা ব্যতিক্রম নয় নদীয়া শান্তিপুরও। নীল পূজো অর্থাৎ দেবাদিদে মহাদেবের আরাধনার শেষ লগ্ন। গতকাল মধ্যরাতে মহাশনের উদ্দেশ্যে চালান করা হয় সন্ন্যাসীদের, এরপর পাকা ভোগ দিয়ে আবারো পুজোস্থানে ফিরে আসে সন্ন্যাসীরা, আর এই প্রথা চলে আসছে বহু যুগ যুগ ধরে। চড়ক পূজোর উদ্যোক্তারা জানাচ্ছেন, কেউ ৭৪ বছর কেউ ৫০ বছর এই ভাবেই তারা গাজন উৎসব পালন করে থাকছেন। আর যত দিন যাচ্ছে মানুষের উদ্দীপনা বাড়ছে এই উৎসবকে কেন্দ্র করে। তবে সন্ন্যাসীরা জানাচ্ছেন, এক মাস নিষ্ঠার সাথে উপবাস করে এই গাজন অর্থাৎ নীল পূজো পালন করতে হয়। আর সারা বছরই এই দিনটার জন্য মুখিয়ে থাকে ভক্তরা।