আবদুল হাই, বাঁকুড়াঃ- নানা জাতি নানা মত নানা পরিধান / বিবিধের মাঝে দেখো মিলন মহান”….. আমাদের দেশ ভারত বর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতবর্ষের মূল সুর। আর এই বৈচিত্রের মধ্যে ঐক্য আর ধর্মনিরপেক্ষতার প্রমাণ মিলল বাঁকুড়ায় ইন্দাসের গোবিন্দপুরে সেখ ভাইদের গাজনে।পুরোহিত মশাই সেখ ভাইদের পরিবারের একজনের কাছ থেকে অনুমতি নিয়ে পুজোয় বসলেন। সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়লো এক অন্য ছবি, পুজো শুরু হতেই সেখ ভাইদের পরিবারের একজনকে শিব মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এরকম এক বিরল নজিরের সাক্ষী রইলেন বাঁকুড়া বাসী। প্রমাণ হয়ে গেল মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। যে নামেই ডাকা হোক না কেন ঈশ্বর এক এবং অভিন্ন, আল্লা আর হরি ঈশ্বরে ভিন্ন নামে একই আত্মা। আজকের এই অভূতপূর্বক ঘটনায় মনে করায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতার লাইন…”আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান /মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ”।
Home রাজ্য দক্ষিণ বাংলা শিব ঠাকুরের মাথা থেকে ফুল পড়া না প্রর্যন্ত, মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকতে...