নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্থায়ী বাসস্থানের দাবিতে হরিণঘাটা বিএলআর ও এর ঘরের সামনে অভিনব আন্দোলন।স্থায়ী বাসস্থানের দাবিতে নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের বিএলআরও এর ঘরের সামনে অভিনব আন্দোলনে হরিণঘাটা ব্লকের মোল্লা বেলিয়া ও নগরউখড়া অঞ্চলের উদ্বাস্ত মানুষেরা। বিএলআরও এর ঘরের সামনে স্বস্তিক ঘট পেতে রীতিমতো আন্দোলনের মধ্যে দিয়ে স্থায়ী বাসস্থানের দাবি তুলছেন তারা। নির্বাচনের মধ্যে তাদের আন্দোলনের জেরে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। ঘটনাস্থলে পৌঁছায় হরিণঘাটা থানার পুলিশ। পুলিশও ব্যর্থ হয় আন্দোলন তুলতে। হাঁফানিয়া খ্রিষ্টানপাড়ার সুকুলি দাস বলেন, দরকার পরলে এই অফিসে থাকবো, না হলে গলাই দরি দিয়ে মরে যাবো।শুধু আজ না কাল করে আমাদের ঘোরাচ্ছে।
যদিও এ বিষয়ে হরিণঘাটা বিএলআরও তনয়া দত্ত সংবাদমাধ্যমের সামনে কথা বলতে নারাজ। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই আসতে চাইছেন না তিনি। আড়াল করছেন সংবাদ মাধ্যমকে। পরবর্তীতে হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে ঘটনাস্থলে দুই আধিকারিক যান এবং দীর্ঘক্ষণ আলোচনার পর তাদের আশ্বাসে আন্দোলন তুলে নেন আন্দোলনকারীরা