নিজস্ব সংবাদদাতা, মালদা—-একটি বেসরকারি নার্সিংহোমের এক কর্মীকে — চেষ্টার অভিযোগ উঠল এক যুবক-সহ কয়েকজনের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে পুরাতন মালদা শহরের ১১ নম্বর ওয়ার্ডের সারদা কলোনী এলাকায়। পরিবারের লোকজন গুরুতর জখম ওই যুবককে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম অভিষেক টুডু (২৭)। পুরাতন মালদার সারদা কলোনিতে তার বাড়ি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অভিষেক পুরাতন মালদার সাহাপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের কর্মী। তার স্ত্রী প্রিয়াংকা সরেনের অভিযোগ, নার্সিংহোমের ডিউটি করে শনিবার রাত বারোটা নাগাদ সাইকেল নিয়ে স্বামী যখন বাড়ি ফিরছিল তখন বাড়ির কাছেই বিকি নামে একজন সহ একদল যুবক তাকে আটকায় এবং বিকি স্বামীর বুকে আঘাত করে। বাড়িতে এসে চিৎকার করে স্বামী। তারপর তাকে রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তরা তার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত যুবকের স্ত্রীর আরও অভিযোগ, তার স্বামীকে যারা মারার চেষ্টা করেছে তারা সকলেই নেশাগ্রস্ত। সকাল থেকে রাত আবধি সারদা কলোনি এলাকায় তারা নেশাগ্রস্থ অবস্থায় থাকে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা একটি বেসরকারি নার্সিংহোমের এক কর্মীকে — অভিযোগ উঠল এক যুবক-সহ কয়েকজনের বিরুদ্ধে।