ভোট ঘোষণার পর বালুরঘাট থেকে দিল্লি ট্রেন চালু হওয়ায় বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে।

0
83

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- আগামী ১৫ এপ্রিল বালুরঘাট থেকে দিল্লি ট্রেন চালু হতে চলেছে। বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাতিন্দা পর্যন্ত সপ্তাহে প্রতিদিন চলাচল করবে। ভোট ঘোষণার পর বালুরঘাট থেকে দিল্লি ট্রেন চালু হওয়ায় বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকী জানান, ভোট ঘোষণা হওয়ার কোন প্রকল্প চালু করতে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন হয়। নিশ্চয়ই অনুমতি নিয়েছে। তবে এক্ষেত্রে যদি অনুমতি দেয়া হয় তবে জলপাইগুড়ি ঝড় বিধ্বস্ত মানুষদের আর্থিক সাহায্য দেওয়ার অনুমতিও প্রয়োজন। পাশাপাশি তিনি বলেন ট্রেনটি মালদা থেকে ছিল সেটা বালুরঘাট পর্যন্ত ট্রেনে আনা হয়েছে।

প্রসঙ্গত নির্বাচন ঘোষণার আগেই ১৫ মার্চ তারিখে এই ট্রেনের ঘোষণা হয়। যদিও নির্বাচন ঘোষনার পর তা ১৫ এপ্রিল চালু হতে চলেছে।

বিজেপি রাজ্য সভাপতি তথা বালুঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান, নির্বাচন ঘোষণার আগেই এই ট্রেন চলাচলের ঘোষণা হয়ে গিয়েছে। আমরা ট্রেন চালু দেখতে যাব, তবে অনুষ্ঠানে অংশগ্রহণ করব না। রেল দপ্তরকে ধন্যবাদ, এই জেলার মানুষকে নতুন ট্রেন উপহার দেয়ার জন্য।