রোদ গরমকে উপেক্ষা করে শ্রী শ্রী দাপট কালী মাতা ঠাকুরানীর মন্দিরে পুজোয় ভিড় পূর্ণ্যার্থীর।

0
63

নিজস্ব সংবাদদাতা, হিলি: – আঙ্গুর, আপেল বাঁশের ডালা থেকে উঁকি দিচ্ছে। চারটি সারিতে লম্বা লাইন। রোদ গরমকে উপেক্ষা করে শ্রী শ্রী দাপট কালী মাতা ঠাকুরানীর মন্দিরে পুজোয় ভিড় পূর্ণ্যার্থীর।

হাজার বছরের পুরোনো ঐতিহ্য মেনে প্রত্যেকবছরের মতো ২২ চৈত্র থেকে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম সুপ্রাচীন শ্রী শ্রী দাপট কালী ঠাকুরানীর পুজো শুরু হয়। চৈত্র সংক্রান্তি তিথিতে গর্ভগৃহের মহাপুজোর আয়োজন করা হয়। এদিন সকালে মহাপুজোয় অংশগ্রহণ করতে পূর্ণ্যার্থীরা ভিড় করেন।

দশ হাজার পূর্ণ্যার্থী মাথায় কাঁচা ফলের ডালা নিয়ে পুজোয় সামিল হন। দুপুরে ষোড়শ উপাচারে বিকট কালী মায়ের পুজো অনুষ্ঠিত হয়। তারপরেই পাঁঠাবলি সহযোগে একাধিক ক্রিয়াকার্যের মাধ্যমে পুজোয় আয়োজন করা হয়। বিকেলে মায়ের ভক্তের ব্রতীদের সমর্পণের আয়োজন করা হয়। সন্ধ্যায় চামুণ্ডা নৃত্য ও লোকক্রিয়া অনুষ্ঠিত হয়।

দাপট কালীর মেলা ও পুজো উপলক্ষে মন্দির চত্বরে নিরাপত্তা আঁটোসাটো করা হয়। শতাধিক পুলিশ কর্মী নিযুক্ত করে যানযট, ভিড় নিয়ন্ত্রণ সহ নিরাপত্তা জোরদার করে হিলি থানার পুলিশ। পুজো ও মেলায় রেকি করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে পুলিশকর্মীরা।

শ্রী শ্রী দাপট কালী মাতা ঠাকুরানী ট্রাস্টের সম্পাদক দেবদুলাল মণ্ডল বলেন, ‘লক্ষ্মণ সেনের আমল থেকে মায়ের পুজো ৯ দিন হয়ে আসছে। আজ চৈত্র সংক্রান্তিতে মায়ের মহাপুজো অনুষ্ঠিত হল। ভক্তের ব্রত সহ লোকক্রিয়ার মাধ্যমে পুজো অনুষ্ঠিত হয়। আজ থেকে সোমবার পর্যন্ত তিনদিনের বিরাট মেলা অনুষ্ঠিত হবে।’