নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর : – জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় তৃণমূল কর্মীর মাথায় লাঠির আঘাত! ফাটল তৃণমূল কর্মীর মাথা, রক্তাক্ত তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওয়ড় সংলগ্ন সাহাপুর এলাকায়। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম বাবলু দাস। পেশায় রাজমিস্ত্রী বাবলু দাস তৃণমূল কর্মী। আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী বাবলু দাস-এর বক্তব্য শনিবার সন্ধ্যা রাত্রে দুধ নিয়ে আসতে যাওয়ার সময় রঞ্জিত সরেন সহ স্থানীয় কয়েকজন বিজেপি কর্মী তাকে জয় শ্রী রাম স্লোগান দিতে বলেন। বাবলু দাস-এর বক্তব্য তিনি জয় শ্রী রাম স্লোগান দিতে না চাওয়ায় রঞ্জিত সরেন সহ কয়েকজন বিজেপি কর্মী রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্রাব্য কথা বলায় সে প্রতিবাদ করলে রঞ্জিত সরেন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় আহত বাবলু দাস বালুরঘাট হাসপাতালে পৌছান চিকিৎসার জন্য। জানা গেছে লাঠির আঘাতে মাথা ফেটে যায় বাবলু দাস-এর। এও জানা গেছে বাবলু দাস-এর মাথায় ৫টি সেলাই পড়েছে। বর্তমানে বাবলু দাস নামের আহত ঐ তৃণমূল কংগ্রেস কর্মী নিজের বাড়িতেই শয্যাশয়ী৷ আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী বাবলু দাস-এর বক্তব্য তিনি নিজের বাড়িতে প্রতিদিন রাম, বজরঙবলী এবং রাধাকৃষ্ণ-র পূজা করেন। উনার বক্তব্য তিনি স্থানীয় বিজেপি কর্মীর কথা মত রাস্তায় জয় শ্রী রাম স্লোগান দিতে না চাওয়ায় উনাকে মারধোর করা হয়েছে। বাবলু দাস জানিয়েছেন তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আক্রান্ত তৃণমূল কর্মীর মেয়ে সংবাদমাধ্যমের সামনে অভিযোগ উত্থাপন করে প্রশ্ন ছুড়ে বলেন আমরা প্রতিদিন বাড়িতে রাম এবং বজরঙবলীর পূজো করি কিন্তু বিজেপির লোকজনের কথা মত রাস্তায় জয় শ্রী রাম স্লোগান দিতে হবে এটা কোথাকার নিয়ম, স্লোগান না দিলেই মারধোর করা হবে এটা অসভ্যতা নয় কি? এমন ঘটনা চাউড় হতেই সাহাপুর গ্রামে নিন্দার ঝড় বইতে শুরু করেছে। অপরদিকে গ্রামবাসীদের সূত্রে জানা গেছে ঘটনায় মূল অভিযুক্ত রঞ্জিত সরেন স্থানীয় পুকুরের পাহাড়াদার-এর কাজ করেন। অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত রঞ্জিত সরেন-এর বক্তব্য জানতে রঞ্জিত সরেন-এর বাড়িতে এবং কর্মস্থলে গিয়েও রঞ্জিত সরেন-এর সাথে দেখা না হওয়ায় এই বিষয়ে রঞ্জিত সরেন-এর বক্তব্য জানা সম্ভব হয়নি। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে গ্রামে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে গ্রামবাসীরা। ঘটনা প্রসঙ্গে বিপ্লব মিত্র বলেন বিজেপির কথা মত জয় শ্রী রাম না বললে যদি মাথা ফাটতে থাকে তাহলে তো সাংঘাতিক ব্যাপার। তিনি বলেন এটা অত্যন্ত নিন্দনীয় কাজ, এটা প্রশাসনের কড়া হাতে দেখা উচিৎ, যাতে শান্তি – শৃঙখলা থাকে। অপরদিকে ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। হিলি ব্লকের বিজেপির সভাপতি জয়ন্ত মহন্ত-র বক্তব্য বিজেপি কর্মীরা এধরনের ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত থাকে না। তার দাবী এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস তাদের কর্মীদের দ্বারা ঘটনা ঘটিয়ে বিজেপিকে বদনাম করবার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন ঘটনাটি তার জানা নেই, তিনি খোঁজ নিয়ে বিষয়টি জানাবেন।