প্রায় এক কোটি ৪২ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার

0
39

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  প্রায় এক কোটি ৪২ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার । ।ভারত বাংলাদেশ সীমান্তবর্তী টুঙ্গী বিওপি ৩২ নম্বর ব্যাটেলিয়ানে জি কোম্পানির উদ্যোগে এক কেজি ৯৩৪ গ্রাম দু hiiটি সোনার বিস্কুট উদ্ধার । যার বাজার আনুমানিক মূল্য এক কোটি ৪১ লক্ষ ৮ হাজার ৫৩০ টাকা । বিএসসি সূত্রে জানা গেছে তারকাঁটার ওপার থেকে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে এই সোনার বিস্কুট ছোড়া হয় ভারতের সীমান্তের দিকে । বি এস এফ এফের কাছে আগাম খবর ছিল যে টুঙ্গী সীমান্তে দিয়ে সোনার বিস্কুট পার হতে পারে । সেই জন্য বিএসএফের জওয়ানরা ও আধিকারিকরাও তৈরি ছিল । বলা যেতেই পারে করা পহরার ব্যবস্থা করেছিল ।বাংলাদেশ সীমান্তের দিক থেকে তারকাটার ওপার থেকে দুজন বাংলাদেশি এই সোনার বিস্কুট ভারতের দিকে ছুড়ে দেওয়া মাত্রই । ভারতীয় সীমান্তে এক ব্যক্তি সেই বিস্কুট কুরাতে যায় । কর্তব্যরত বিএসএফ কর্মীরা তাদেরকে তারা করলে সে পালিয়ে যায় এবং বিস্কুট দুটি বিএসএফ জওয়ানরা উদ্ধার করে । সীমান্তে বিএসএফের কড়া পাহারার জন্যই এই এত পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করা সম্ভব হয়েছে ।