বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে আলমারির তালা ভেঙে কয়েক লক্ষ টাকা সোনার গহনা নগদ টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য।

0
54

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আবারও দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে গৃহস্থ বাড়ির গ্রিলের তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গহনা চুরি করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার সত্য নগর এলাকার। গৃহস্থ বাড়ির সদস্য ঝর্ণা করের দাবি, গতকাল সন্ধ্যায় বৌমাকে নিয়ে ওই এলাকার স্বর্ণখালীতে চরক দেখতে গিয়েছিলেন, রাত্রি পৌনে নটা নাগাদ বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখেন আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে, এরপর লকার খুলতেই দেখে সোনার গহনা সহ এক লক্ষ ৩০ হাজার টাকা উধাও। পরিবারের দাবি গত ফাল্গুন মাসে একমাত্র ছেলের বিবাহ হয় । সমস্ত আত্মীয়-স্বজন ছেলের বৌমাকে আশীর্বাদস্বরূপ সোনার গহনা দিয়েছিল । দাবি প্রায় দশ ভরি সোনার গহনা ছিল, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। তবে বিপুল মূল্যের সোনার গহনা চুরি হওয়ার পরে হতাশ হয়ে পড়ে গোটা পরিবার। চুরির ঘটনায় সোমবার কৃষ্ণগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। থানা থেকে এক কিলোমিটারের মধ্যে প্রকাশ্যে রাস্তার ধারে বাড়িতে এভাবে চুরি হওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা । এলাকাবাসীদের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করুক পুলিশ । পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক চোরদের ।