যাদবপুর, নিজস্ব সংবাদদাতাঃ – ভোটের দামামা বাজতেই শুরু হয়ে গিয়েছে প্রতিটি দলের প্রচার, মিছিল ও জনসংযোগ কর্মসূচি। প্রচারে নতুনত্ব এনে একে অপরকে টক্কর দিচ্ছে দারুনভাবে। একইঞ্চি জমিও কেউ কাউকে ছেড়ে দিতে রাজি নয়। কেউ তুলছে শাসক দলের ব্যর্থতা, আবার কেউ মেলে ধরছে শাসক দলে সাফল্যের খতিয়ান। একে অপরকে সাফল্য ব্যর্থতা আর দুর্নীতির অস্ত্র নিক্ষেপ করে মন পেতে চাইছে জনগনের। লক্ষ জয়। ব্যর্থ কেউ হতে চায় না। নির্বাচনী প্রচারে (Election Campaign) পিছিয়ে থাকতে চাইছে না কোন দলই। তাই প্রতিটি রাজনৈতিক দলই একে অপরকে পরাস্থ করতে ঘুঁটি সাজাচ্ছে গোপনে গোপনে। কোথাও জোট আবার কোথাও হয়তো গোপন বোঝাপড়া। শুধু কাটুন চিত্র একেই ভোট প্রচার নয় দেওয়ালে ফুটে উঠেছে নানান ছড়াও। তেমনই এক ছবি ধরা পড়ল যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম ও তৃণমূলের দুটি দেওয়াল লিখন ঘিরে । যেখানে দেখা যাচ্ছে ডিওয়াএফআই এর একটি দেওয়াল লিখনে যে ব্যাঙ্গাত্মক ছড়া ব্যবহার করা হয়েছে, অনুরূপ ঠিক সেই একই ছড়া ব্যবহার করে শাসকদল তৃণমূলের একটি দেওয়াল লিখনের ছবি দেখা যাচ্ছে টালিগঞ্জে। আর যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারন দেওয়াল লিখনে স্পষ্টযে কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করা। আর আমরা জানি যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপি মনোনীত প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন হেভিওয়েট ব্যক্তিত্ব ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তাই, তাঁর প্রতিদিনের প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উন্মাদনা কোথাওকি শাসক দল ও বিরোধীদল গুলোর মধ্যে ভয় ধরাচ্ছে? জাগছে প্রশ্ন! রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হয়তো তাঁকে পরাস্থ করতে ব্যার্থ হওয়ার ভয় থেকে তৈরি হচ্ছে না তো কোনো গোপন আঁতাত? সব প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় মানুষ।