নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ফের গঙ্গা স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি ঘটনা নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গবারচর এলাকায় ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় এলাকা সূত্রে জানা যায় প্রতিদিনের মতো গবারচর নিবাসী, চন্ডী বিশ্বাস গঙ্গায় স্নান করতে আসেন বেশ কিছুদিন ধরেই শারীরিক কারণে তিনি দুর্বল ছিলেন তাই স্নান করতে নেমে শরীরে ভার না রাখতে পেরে হঠাৎ করেই জলে পড়ে যান তারপরে তলিয়ে যান, স্নানঘাটে লোকজন না থাকার কারণে তাকে প্রথম অবস্থায় বাঁচানো সম্ভব হয়নি তবে দূর থেকে একজন দেখে ছুটে আসলে ততক্ষণে জলে তলিয়ে যান চন্ডী বাবু। যদিও এলাকাবাসীরা তৎক্ষণাৎ ছুটে এসে স্থানীয় ডুবুরিদের কাজে লাগিয়ে দীর্ঘক্ষণের প্রচেষ্টায়ও চন্ডী বাবুকে খুঁজে পান না অপরদিকে ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ শান্তিপুরের ভিডিও এবং বেলঘরিয়া দু’নম্বর পঞ্চায়েতের প্রধান ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরে জানানো হয়েছে এবং প্রশাসনিক সূত্রে খবর এখনো পর্যন্ত তলিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ চালাচ্ছে। প্রশাসন কিছুক্ষণের মধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা এসে দ্বিতীয় পর্যায়ে খোঁজার কাজ শুরু হবে যদিও গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা শান্তিপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য এলাকায়।