একটি অসুস্থ রেড ন্যাপড আইবিস পাখিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা।

0
44

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- :- বুধবার আলিপুরদুয়ারের জটেশ্বরের সুকান্ত নগর এলাকা থেকে একটি অসুস্থ রেড ন্যাপড আইবিস পাখিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাখিটির ডানায় চোট রয়েছে। জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা অসুস্থ ওই পাখিটিকে উদ্ধার করে নিয়ে যান। রেড ন্যাপড আইবিস একটি ভারতীয় পাখি, যা ব্ল্যাক আইবিস নামেও পরিচিত। সাধারণত এই পাখিরা জোড়ায় জলাভূমির কাছাকাছি থাকতে পছন্দ করে। আর প্রজননের সময় উঁচু গাছের মগডালে বাসা বানায়।