বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের দিকে ইঙ্গিত করে তির্যক মন্তব্য করেন বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ।

0
195

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ যে আর এস এস করে তাদের কখনো বিয়ে হয়না।এই কারনে তারা মা বলেন সম্মান করতে জানেনা। মঙ্গলবার বর্ধমান সংস্কৃতি লোকোমঞ্চে জেলা যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে নাম প্রকাশ না করে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের দিকে ইঙ্গিত করে এমনি মন্তব্য করেন বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ।
বিজেপি মেদিনীপুর থেকে পার্সেল করে এখানে পাঠিয়েছে।আর আলুঅহলীয়া সাহেব কে পাঠালো আসান সোলে।যাকে গত ৫বছর ধরে এখানকার মানুষ চোখেই দেখেনি।

 

লোকসভা নির্বাচন নিয়ে সর গরম রাজ্য রাজনীতি।নির্বাচনী ময়দানে এখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার মধ্য গগনে। তৃণমূল ও বিজেপির প্রার্থী এখন বক্তব্যবের মধ্যে দিয়ে একে অপরকে কোনঠাসা করে চলেছে। দিলীপ ঘোষের বক্তব্যে প্রায়শই শোনাযায় রাজ্যের তৃণমূল কংগ্রেসকে কোনঠাসা করতে।আর আজ দিলীপ ঘোষের নাম প্রকাশ না করে বিজেপি প্রার্থীকে ইঙ্গিত করে একথা বলেন কীর্তি আজাদ।কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ আরো বলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন প্রত্যেকের একাউন্টে ১৫লক্ষ টাকা করে দেবে।১৫টাকা করেও পায়নি বাংলার মানুষ।আর কখনো পাবেও না। বিজেপি সরকার শুধু ভাওতা দিচ্ছে। এদিনের কর্মী সম্মেলন কীর্তি আজাদ ছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকার, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,যুব সভাপতি রাসবিহারী হালদার সহ অন্যান্যরা।