নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শিবনিবাসে বাঙালী বাবুর মতো রামের রাম নবমী। রামায়ণের শ্রী শ্রী প্রভু রাম চন্দ্র এর আবির্ভাব দিবস রাম নবমী, পালন হলো নদীয়ার শিবনিবাস রাম সীতা মন্দিরে । ২৫৭ বছর আগে নদীয়ার রাজা কৃষ্ণ চন্দ্র রায় প্রতিষ্ঠা করেন এই রাম নমোবী তিথিতে।
শিবনিবাস রাম মন্দিরে লক্ষণ ছাড়া রাম সীতা ।
এই মন্দিরে রাম চন্দ্র রজার মত প্রশাক পরে নেই, বাঙালী বেশে ধুতি উত্তরীয় পরে হাতে তির ধনুক নিয়ে বসে আছেন বাঙালী বেশে কালো কষ্টি পাথরের বা পাশে অস্ট ধাতুর সীতা যেন বঙ্গ জননী ।
দুরে মহাবীর বিদ্য পারদৎ নিয়ে দাড়িয়ে ।
সকাল থেকে ভক্ত দের ভির পুজো দেবার ।
আজ বিশেষ পুজো হোম ও ভক্ত দের প্রসাদ দেওয়া হয় ।
সন্ধ্যা তে ও বিশেষ অনুষ্ঠান থাকে ।
এখানে আড়ম্বর নেই আছে শুধু প্রভু রামের প্রতি ভক্তি।