রাম নবমী উপলক্ষে বুধবার পুরাতন মালদার রাম ভক্তরা মিলে আয়োজন করলেন এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা।

0
40

নিজস্ব সংবাদদাতা, মালদা—বুধবার রাম নবমী। তাই রাম নবমী উপলক্ষে বুধবার পুরাতন মালদার রাম ভক্তরা মিলে আয়োজন করলেন এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা।শোভাযাত্রায় পা মেলালেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু,মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই শোভাযাত্রা পুরাতন মালদা পৌরসভার ১নং ওয়ার্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় সামিল রাম ভক্তরা মেতে ওঠেন রাম নবমীর আনন্দ উচ্ছ্বাসে। শোভাযাত্রা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশ প্রশাসন।