কুশমন্ডিতে রাস্তার দাবীতে ভোট বয়কট ও পথ অবরোধ গ্রামবাসীদের ।

0
35

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – নো রোড নো ভোট ‘এই স্লোগান তুলে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মাকরাহার ভেটাহার কৈকুরি ও বাসুলহার গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করল ও ভোট বয়কটের হুঁশিয়ারি দিল আজ। কুশমন্ডি মহিপাল রাজ্য সড়ক প্রায় দুই ঘণ্টা ধরে চলে অবরোধ। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী। চরম ভোগান্তিতে পড়ে নিত্যযাত্রীরা। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে ঢোকার পুরো রাস্তা বেহাল। পাকা রাস্তার দাবিতে সরব বাসিন্দারা। বছরের পর বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত রাস্তা তৈরি হয়নি। উন্নত যোগাযোগ ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ। যার ফলে বিশেষ করে বর্ষাকালে ভুগতে হচ্ছে গ্রামবাসীদের। রাস্তা নির্মাণ না হলে আগামী ২৬ তারিখ লোকসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা।
স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে কোমর জল উপেক্ষা করেই হাঁটা-চলা করেন তাঁরা। ওই চারটি গ্রামের ছাত্রছাত্রীরা স্কুল পর্যন্ত যেতে পারছে না রাস্তার বেহাল দশার কারণে। তবে ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি এলেও আজও সেখানে রাস্তা নির্মাণ হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয়রা জানান, বর্ষাকালে মাকরাহার, ভেটাহার, বাসুলাহার, কৈকুড়ি এই চারটি গ্রামে হু হু করে জল ঢুকতে শুরু করে। কয়েকশো পরিবার জলবন্দি হয়ে পড়ে। বর্ষাকালে প্রভূত ক্ষতি হয় রাস্তার। গ্ৰামে প্রবেশের মুখে কিছুটা রাস্তা উন্নত থাকলেও এরপর থেকে প্রায় দুই কিমি রাস্তা বেহাল। সে রাস্তায় অ্যাম্বুলেন্স যেতে চায় না, কোনও চারচাকা গাড়ি যাওয়ার অবস্থায় নেই। অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে চরম অসুবিধায় পড়তে হয় সেখানকার মানুষদের। পাশাপাশি বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসনের দিক থেকে এই রাস্তার দিকে কোন নজর দেওয়া হচ্ছে না।স্থানীয় বিধায়ক রেখা রায় প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানালেন গ্রামবাসীরা কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।
যদিও এ প্রসঙ্গে বিধায়িকা রেখা রায় বলেন, প্রতিশ্রুতি ছিল, তবে বাস্তবায়ন হতে কিছুটা দেরি লাগবে। এখনতো নির্বাচনের সময় নির্বাচন পেরোলে প্রতিশ্রুতি মত কাজ হবে।