বোধিলাভ :: রাণু সরকার।।

0
38

দুঃখ, তুমি কিন্তু ভীষণ সুন্দর
তুমি কি তা জানো?
আমি জানি তোমার কথা-

একদিন চুপিশারে এসেছিলে আমার প্রাণেশ্বরে,
এসে ভেঙে কত না করেছো খণ্ড বিখণ্ড,
তবুও হইনি আশাহত জানো?
নিজেই ভগ্ন টুকরো গুলো সুশৃঙ্খলভাবে থাপিত
করেছি।

তুমি জীবনে আসাতে বোধিলাভ হয়েছে-
প্রাপ্তিস্থান তুমি, দর্শন শিক্ষা ও জ্ঞানর্জন আরো
অনেক কিছু।
মনে রাখার জন্য কিছু রেখেছি আলগাভাবে।
এই ক্ষতচিহ্ন গুলো আমায় উৎসাহ দেয়
দ্রুতগতিতে চলতে আমার গন্তব্যপানে।

দুঃখ, সত্যিই তুমি সুন্দর, তুমি তো নাও আসতে পারতে আমার জীবনে, ভাগ্যিস তুমি পাশে ছিলে
তাই তো সব কিছুর মানে আমার কাছে আজ হয়েছে সহজবোধ্য।