আলিপুরদুয়ার জেলার তুলসীপাড়া চা বাগানে চারটি বুথে বিজেপি এজেণ্ট দের বসতে না দেওয়ার আভিযোগ করল বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।

0
53

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- আলিপুরদুয়ার জেলার তুলসীপাড়া চা বাগানে চারটি বুথে বিজেপি এজেণ্ট দের বসতে না দেওয়ার আভিযোগ করল বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। মনোজ টিগ্গা জানান 14/21,14/22,14/23,14/24

এই চারটি বুথে সকালে বিজেপি এজেণ্ট এসেছিল কিন্ত বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করে মনোজ টিগ্গা।
যদিও অভিযোগ অস্বীকার করেছে প্রিসাইডিং অফিসার।