বিপ্লব মিত্র হাত ধরে তৃণমূলের পতাকা তলে।

0
225

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভোট যতই এগিয়ে আছে দলবদলের পালা প্রতিদিনই লেগেই আছে কোন সময় বিজেপি থেকে ছেড়ে দিচ্ছেতৃণমূলে, আবার কোন জায়গায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিচ্ছে। পালা বদলের খেলা খেলে যাচ্ছে রাজনৈতিক দলগুলি। সন্ধ্যা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর এলাকা প্রায় ৩০ টি পরিবার বিপ্লব মিত্র নির্বাচনী প্রচার এসে নন্দনপুর এলাকা ওই এলাকার জনসাধারণ সৃষ্টি পরিবার বিপ্লব মিত্র হাত ধরে তৃণমূলের পতাকা তলে আসে এবং তাদের হাতে বিপ্লব মিত্র দলীয় পতাকা তুলে দিয়ে ৩৫টি পরিবারকে তৃণমূল কংগ্রেস দলে টেনে নেন।
বিপ্লব মিত্র জানান, এই পরিবারগুলি দীর্ঘদিন ধরে সিপিআইএমের পতাকা তলে ছিল, সেখান থেকে তারা মমতা ব্যানার্জির কাজে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল পতাকা চলে আসে। এবং তৃণমূলের পতাকা ওই পরিবারের সাথে তুলে দিয়ে ভোটের আগে তাদের তৃণমূল দলে টেনে নেন। বিপ্লব মিত্র জানা নন্দনপুর এলাকা এই ৩০ টি পরিবার দীর্ঘদিন ধরে সিপিআইএম পার্টির সংগে যুক্ত ছিল,মমতা ব্যানার্জ্জীর কাজে উদ্বুদ্ধ হয়ে এদিন এক জনসভার মধ্য দিয়ে তারা তৃণমূল দল যোগদান করেন,এবং নির্বাচনের আগে তাদের এই যোগদানের ফলে মমতা ব্যানার্জি আরো হাত শক্ত হবে বলে জানান বিপ্লব বাবু।