নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- লিজ নেওয়া পুকুরকে কেন্দ্র করে প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ, পাল্টা মারধর করার অভিযোগ জগন্নাথ সরকারের নিরাপত্তার রক্ষীদের বিরুদ্ধে। প্রায় আধাঘন্টা আটকে রাখা হয় জগন্নাথ সরকারের গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার আরবান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডংখিড়া নিমতলা এলাকায়। জানা যায় জগন্নাথ সরকারের বাড়ির পাশের গ্রাম নিমতলা এলাকায় দীর্ঘ ১৫ বছর আগে সেখানকার বাসিন্দা কুশ মুন্ডার কাছ থেকে কিছু জমি লিজ নেয়। সেই জমি লিজ নেওয়ার পর জগন্নাথ সরকার নিজেই সেখানে মাটি কেটে পুকুর তৈরি করে মাছ চাষ করতেন। মাছ চাষের পাশাপাশি পুকুরের চারপাশে কিছু গাছ লাগিয়েছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে লিজ নেওয়ার মেয়াদ নিয়ে কুষ মুন্ডার পরিবারের সঙ্গে জগন্নাথ সরকারের কিছু সমস্যা চলছিল। জগন্নাথ সরকারের দাবি, এখনো সময়সীমা অতিক্রান্ত করতে বেশ কয়েক মাস রয়েছে। কিন্তু কুশমন্ডার পরিবারের দাবি ১৫ বছরের যে সময়সীমা ছিল তা সমাপ্ত হয়ে গেছে। পাশাপাশি কিছুদিন ধরেই জগন্নাথ সরকার পুকুরের চারিপাশে যে গাছ লাগিয়েছিল সেই গাছ কাটছিলেন তিনি। আজ হঠাৎ কুশ মুন্ডা তার পুকুরে যাতায়াতের রাস্তাটি ঘিরে ফেলছিল। ঠিক সেই সময় জগন্নাথ সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপরই শুরু হয় দুপক্ষের বচাসা। জগন্নাথ সরকারের অভিযোগ হঠাৎ কুষ মুন্ডার দুই ছেলে এবং ২-৩ জন দুষ্কৃতী তার গাড়ির উপর আক্রমণ করে। ভাঙচুর করে তার গাড়ি। পাশাপাশি প্রায় আধা ঘন্টা আটকে রাখা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গেলে অবশেষে ঘটনাস্থল ছেড়ে চলে যায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। অন্যদিকে কুশ মুন্ডার পরিবারের অভিযোগ, জগন্নাথ সরকারের নিরাপত্তা রক্ষীরা তাদেরকে মারধর করে।
যদিও এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই এই পুকুর চাষ করতেন জগন্নাথ সরকার। তিনি নিজেই ওই গাছগুলি লাগিয়েছিলেন। সেই গাছ তিনি দীর্ঘদিন ধরে কাটতেন। তবে মেয়াদ শেষ নিয়ে কি ঘটনা ঘটেছে সে বিষয়ে আমাদের জানা নেই। পুরো বিষয়টি জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় করা হয়েছে পুলিশ মোতায়েন।
Home রাজ্য দক্ষিণ বাংলা লিজ নেওয়া পুকুরকে কেন্দ্র করে প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ,...