নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাংসদ এবং তার নিরাপত্তা রক্ষিদের হাতে আক্রান্ত আদিবাসী যুবক, সেকারণে হাতে তিরধনুক নিয়ে জাতীয় সড়ক অবরোধ আদিবাসী সম্প্রদায়ের। শান্তিপুরে সাংসদ জগন্নাথ সরকারের নিরাপত্তা রক্ষী ও সাংসদের হাতে আক্রান্ত আদিবাসী যুবক সুব্রত মান্ডির ওপর অত্যাচারের প্রতিবাদে সাংসদ জগন্নাথ সরকারের গ্রেপ্তারের দাবিতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ আদিবাসী সম্প্রদায়ের। আদিবাসী মানুষরা হাতে তীর ধনুক নিয়ে পথ অবরোধ করলেন। দীর্ঘ ৪৫ মিনিট ধরে চলছে আদিবাসী সম্প্রদায়ের এই পথ অবরোধ কর্মসূচি। ঘটনা স্থলে রয়েছে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও এই ঘটনায় রানাঘাট লোকসভা কেন্দ্র তৃণমূল অবজার্ভার সব্যসাচী দত্ত এবং নদীয়া জেলার যুব তৃণমূলের সভাপতি শুভঙ্কর সিংহ তাঁদের কাজে যাওয়ার পথে আক্রান্ত যুবকের পরিবারের সাথে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। যদিও আদিবাসী সম্প্রদায়ের দাবি যতক্ষণ না পর্যন্ত সাংসদ জগন্নাথ সরকার গ্রেফতার হচ্ছেন ততক্ষণ তারা এই পথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা সাংসদ এবং তার নিরাপত্তা রক্ষিদের হাতে আক্রান্ত আদিবাসী যুবক, সেকারণে হাতে তিরধনুক...