গরমে সাধারণ মানুষকে সহ দলীয় কর্মীদের হাত পাখা বিতরণ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

0
60

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গরমে সাধারণ মানুষকে সহ দলীয় কর্মীদের হাত পাখা বিতরণ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পাকাতে একপাশে পদ্মফুল আর একপাশে ছবিসহ দিলীপ ঘোষের নাম। রবিবারসরীয় প্রচারে প্রচন্ড গরমে সুস্থ থাকার বেশ কিছু টিপস ও শেয়ার করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। নিত্য দিনের রুটিন মাফিক বর্ধমানের টাউনহলে প্রাতঃভ্রমণ সেরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন যারা সুস্থ মানুষ আছেন তারা যদি একটু নিয়ম মানেন তাহলে এই প্রচন্ড গরমে তারাও সুস্থ থাকবেন অসুস্থ হবেন না। বয়স্ক আছেন যারা এবং যাদের সুগার বেশি সেই সমস্ত ব্যক্তিদের বেশি সতর্ক থাকা উচিত। খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ি থেকে বয়স্কদের বেরোনো উচিত নয়। সুতির জামা কাপড় পড়তে হবে, সুতির গামছা ব্যবহার করতে হবে। ডাবের জল, নুন জল, লেবুর জল, বেলের শরবত, তরমুজ খাওয়ারও পরামর্শ দেন দিলীপ ঘোষ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিকে বিভাজনের বার্তা দিয়ে বাংলাতে মহিলারা সার্জিক্যাল স্ট্রাইক করবে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, উনি একবার এই কথা সন্দেশখালি তে গিয়ে বলুন। বাংলার মহিলারা কি করবে জানা আছে। সন্দেশখালীর মহিলারা চারিদিকে ঘুরে ঘুরে প্রচার করছে।