স্কুল থেকে উধাও অষ্টম শ্রেণীর পরীক্ষার খাতা। স্কুল দপ্তরের অভিযোগ ভুল ক্রমে কোনো ভাবে হারিয়ে গিয়েছে ছাত্রদের অভিযোগ মাস্টার মশায়েরা বিক্রি করে দিয়েছে পরীক্ষার খাতা, তাই দ্বিতীয়বার পরীক্ষা দিতে হচ্ছে।

0
43

কোলাঘাট-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- কোলাঘাট ব্লকের খন্যাডিহি পি,কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীর গণিত বিভাগের পরীক্ষা হয়ে গিয়ে ছিল। কিন্তু গতকাল স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের জানায় যে অংকের খাতাটি হারিয়ে গিয়েছে পুনরায় আজ ওই অংকের পরীক্ষা নেওয়া হবে। তবে কি কারনে হারায় গিয়েছে তা পষ্ট করে জানাননি স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের জানাই যে একই সাথে সমস্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষার খাতা ছিল কিন্তু সেখান থেকে শুধু অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাসিক ১৫ নাম্বারের যে পরীক্ষা সেই পরীক্ষার গণিত বিভাগের খাতাটা পাওয়া যায়নি তবে কয়েক জন কার খাতা। সেই কারণে আজ অষ্টম শ্রেণীর অংকের পরীক্ষা নেওয়া হয়েছে। অভিভাবকদের অভিযোগ যে তীব্র গরমের মধ্যে একবার পরীক্ষা দেওয়ার পর পুনরায় পরীক্ষা নিতে হয়েছে ছাত্র ছাত্রীদের স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতেই অংকের খাতা হারিয়ে গিয়েছে।। ছাত্ররা জানান যে শিক্ষকরা হয়তো খাতা বিক্রি করে দিয়েছে। যদিও এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।