পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়ন মালদা জেলা শাখা দাঁড়াল ক্ষতিগ্রস্ত হকারদের পাশে।

0
42

নিজস্ব সংবাদদাতা, মালদা,২২ এপ্রিল :-  পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়ন মালদা জেলা শাখা দাঁড়াল ক্ষতিগ্রস্ত হকারদের পাশে। এর পাশাপাশি মালদা জেলা ই- রিক্সা অপারেটর্স ইউনিয়নের পক্ষ থেকেও শহর যানজট মুক্ত রাখার দাবি তোলা হয়।
কত কয়েক সপ্তাহ আগে মালদা শহরের বিভিন্ন এলাকা থেকে ২৪ জনের ভ্যান রিক্সা আটক করেছিল প্রশাসন। হকাররা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংগঠনের দ্বারস্থ হয়েছিলেন। ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনের কাছে সেই ভ্যান রিক্সা ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয়। সংগঠনের দাবি মেনে প্রশাসন ছেড়ে দেয় ভ্যান রিক্সা গুলি। সোমবার সংগঠনের কার্যকরী সভাপতি ক্ষুদিরাম মিস্ত্রী ধন্যবাদ জানান প্রশাসনকে। এর পাশাপাশি তিনি বলেন, নিয়ম মেনে সংগঠনের হকাররা যদি ব্যবসা করে তাদের পাশে সব সময় দাঁড়াবে সংগঠন। তবে প্রশাসনের নিয়ম মেনে চলার জন্য হকার্সদের কাছে আবেদন রাখেন তিনি। পাশাপাশি শহর যানজট মুক্ত রাখার জন্য বিভিন্ন জায়গায় ই-রিক্সা স্ট্যান্ড এবং রাস্তা সম্প্রসারণ এর জন্য প্রশাসনের কাছে দাবি রাখেন তিনি।