প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব বসুন্ধরা দিবস পালন।

0
279

অভিজিৎ হাজরা , উলুবেড়িয়া-হাওড়া ‌ :- 22 শে এপ্রিল‌ বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে সুইচ অন ফাউন্ডেশন এর সহযোগিতায় বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় ও ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে plastic free wetlands & Biodiversity বিষয়ের উপর বসে আঁকো প্রতিযোগিতা ও Garbage collection কর্মসূচি গ্রহণ করা হয়। বিদ্যালয় চত্বরে ছাত্র – ছাত্রীদের নামে আছে বিভিন্ন প্রজাতির দেশি ফুল ,ফল,ঔষধি গাছ।পরিবেশ বান্ধব এই বিদ্যালয় মানব ও প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন।বিদ্যালয়ে শিশুদের সাথে নির্ভয়ে সহাবস্থান করে বিভিন্ন পাখি।তারা গাছের ছায়ায় বাসা বাঁধে,নিজের ও ছোট ছানাদের খবর সংগ্রহ করে বিদ্যালয়ের আম,জাম,পেয়ারা,জামরুল,লেবু,সবেদা গাছ থেকে।তাই আজ বসুন্ধরা দিবসে গাছে বার্তা ঝুলিয়ে দেওয়া হলো,- ” এই ফল নয় তোমার ,আমার ,এই ফল তোমার আমার পাখি কাঠবেড়ালি সবার”।অত্যধিক গরমে বিদ্যালয় হঠাৎ ছুটি পড়ে যাওয়ায় শিশুরা রইলো বাড়িতে আর তাদের বন্ধু গাছে ছোটো ছোটো পাখিদের কলকাকুলিতে যে মুখরিত হয়ে থাকতো সারাক্ষণ ,গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে ফুটিফাটা পুকুর ,খাল বিল দেখা দিয়েছে পাখিদের পানীয় জলের অভাব।যার ফলে পরিবেশে যত্র তত্র দেখা যাচ্ছে হিট স্ট্রোকে পাখির মৃত্যু।এই ভয়াবহ পরিস্থিতি দেখে শিহরিত হয়ে শিশুরা বিদ্যালয়ের গাছে বেঁধে দিল জলের ভাঁড় ।প্রতিজ্ঞা করলো প্রত্যহ সকালে বিদ্যালয়ে এসে গেছে বেঁধে দেওয়া ভাঁড়ে জল দিয়ে যাবে।বসুন্ধরা দিবসের এই সামগ্রিক কর্মসূচি তে অংশ গ্রহণ করেছিল বিদ্যালয়ের বর্তমান – প্রাক্তন ছাত্র – ছাত্রীরা।বিদ্যালয়ের শিশুদের এই কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত শিশুদের এই পরিবেশ সচেতনতা ও উৎসাহে আপ্লুত ও আনন্দিত।ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সভাপতি পরিবেশ বিজ্ঞানী ড. স্বাতী নন্দী চক্রবর্তী ও সম্পাদক সুভ্রদীপ ঘোষ বিদ্যালয়ের শিশুদের নিয়ে এই কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছেন।