উৎসাহ ও উদ্দিপনার সঙ্গে দলীয় কর্মী, সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিতে এলেন বর্ধমান-দূর্গাপুর লোকসভার তৃণমূল প্রার্থী কীর্তি ঝাঁ আজাদ।

0
88

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ- উৎসাহ ও উদ্দিপনার সঙ্গে দলীয় কর্মী, সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিতে এলেন বর্ধমান-দূর্গাপুর লোকসভার তৃণমূল প্রার্থী কীর্তি ঝাঁ আজাদ। মঙ্গলবার “মা সর্বমঙ্গলা” মন্দিরে পূজো দিয়ে বর্ধমানের টাউন হল থেকে কার্জনগেট পর্যন্ত বিশাল মিছিল সহকারে আসেন, তারপর চারজন প্রস্তাবক ও সমর্থক নিয়ে জেলাশাসক কার্যালয়ে যান প্রার্থী। এদিন পাঞ্জাবি ও ধুতি পরে সম্পূর্ণ বাঙালি সাজে মনোনয়ন জমা দিতে এলেন কীর্তি ঝাঁ আজাদ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বিধায়ক খোকন দাস সহ জেলা তৃনমূলের নেতৃত্বরা। এদিন প্রার্থী কীর্তি ঝাঁ আজাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জনগন ১০০ শতাংশ নিশ্চিত বর্ধমান–দূর্গাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয় লাভ করবে। সেই জায়গায় আমরাও জয়ের বিষয় নিশ্চিত। তৃনমূলের বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত নেতা-কর্মীরা সমন্বয়ে কাজ করছে। তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের অধীন প্রচুর কলকারখানা বন্ধ, জাতীয় সড়কে ফ্লাইওভার নিয়ে কিছু সমস্যা এবং তালিতে কেন্দ্রীয় সরকারের অধীন স্টেডিয়ামে অসামাজিক কার্যকলাপের আখারা হয়েছে। এই সমস্য গুলো সমাধান করার চেষ্টা করবো।