তুমি জানবে না, জানবো না আমি, তবুও মনে পড়ছে তোমাকে ভীশন কোলাহল মুখর শহরে, একা কি আমি মনে মনে,
চৈত্রের অলস দুপুরে বিছানায় শুয়ে একাকিত্ব
জীবনের হিসেব কষি।
জানি এ সব বকামি, তারপরেও অনুভুতির পাশে
তোমার স্পর্শ পাই।
অধিক রাতে বারান্দায় এসে দাঁড়িয়ে দুচোখ ভরে
মাথার উপরে আকাশটা দেখি।
নক্ষত্রের কোন তারাটা খসে পড়েছিল আমার বুকে
আমি তার হিসেব মেলাচ্ছিলাম।
কখনও কখনও ভোর দেখার জন্য অপেক্ষা করি
কিন্তু ঘুম ভাঙ্গে দঃস্বপ্ন নিয়ে।
দিনের পর দিন মাসের পর,
জলের মত গড়িয়ে পড়ছে বছরের পর বছর।
তারপরেও জানবে না তুমি,
বুঝবেনা আমার জীবনের চিলেকোঠার জানালায়
তোমার জন্য সেই আমি যাকে তুমি একে বারেই
ভুলে গেছো।
অপেক্ষার পর অপেক্ষা আমি তোমার
অপেক্ষায় আছি।