নদীয়া জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন পএ জমা দিলেন মতুয়া সম্প্রদায়ের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সঞ্জিত বিশ্বাস।

0
37

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বুধবার নদীয়া জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন পএ জমা দিলেন মতুয়া সম্প্রদায়ের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সঞ্জিত বিশ্বাস। বুধবার কয়েকশো মতুয়া কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা শাসকের দপ্তরে নমিনেশন জমা দেন নির্দল প্রার্থী হিসেবে মতুয়া সম্প্রদায়ের মতুয়া পুত্র সনজিৎ বিশ্বাস তিনি জানান মতুয়াদের হয়ে অনেকেই নির্বাচনের প্রতিনিধিত্ব করছে পরবর্তীতে জয়লাভ করার পর মতুয়াদের নিয়ে কোনরকম কাজকর্ম বা তাদের উন্নতির কথা তাদের মুখে শোনা যায় না। তাই মতুয়া সম্প্রদায়ের অগ্রসরের দাবিতে এবং তাদের বিভিন্ন রকম পরিকাঠামোগত উন্নয়নের কারণে আজকের এই নমিনেশন তবে নাগরিকত্ব আইন লাগু সম্পর্কে বলতে গিয়ে সঞ্জিত বিশ্বাস জানান যে নাগরিকত্ব আইন লাভ করা হয়েছে তাতে সবাইকেই এই ফরম ফিলাপ করতে হবে। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছে তাদের অনেকেরই বাংলাদেশের কোনরকম প্রমাণপত্র সাথে নিয়ে আসতে পারেননি তাই এই আইন যদি একটু লঘু করা যায় তার ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের কাছে করার আর্জি রাখছেন তিনি। তবে এবার মতুয়া সম্প্রদায় তাকে বিপুল ভোটে ভোট দিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নির্বাচিত করে অন্যান্য রাজনৈতিক দলগুলির মুখে ঝামা ঘষে দেবে বলেই আশাবাদী তিনি