ফের তৃণমূলের ভাঙ্গন শতাধিক তৃণমূল কর্মী যোগদান করল বিজেপিতে।

0
140

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুল বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা। তার ঠিক পরবর্তীকালে গত তেইশের পঞ্চায়েত নির্বাচনে তাঁর প্রভাব পড়েছিল এই এলাকায়। গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ফের এই এলাকায় শাসক দল তৃণমূলের বড়োসড় ভাঙ্গণ দেখা গেল। এগরা ১ নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৯ নং রানীসাই গ্রামে এগরা ২ নম্বর মন্ডলের সভাপতি বিমল শিটের নেতৃত্বে ৩২ টি পরিবারে শতাধিক মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তৃণমূলের দুর্নীতি, অপশাসন ও সহ একাধিক ইস্যুতে এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে সূত্রের খবর। কিন্তু এদিন যোগদান সভা চলা কালীন বেশকিছুক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় রাজ্যের শাসকদল বলে দাবি বিজেপির। এই ঘটনা প্রসঙ্গে মন্ডল সভাপতি অভিযোগ আনেন এই সভা ভন্ডুল করার জন্য ইচ্ছাকৃত ভাবে তৃণমূল কর্মীরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান মিলন দে। তিনি বলেন, আমাদের কয়েকজন বয়স্ক কর্মীকে জোর করে ঐ সভায় যোগদান করানো হয়েছে। তৃণমূল যেভাবে এলাকায় উন্নয়ন করেছে এবারে নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জুন মালিয়া দেড় লক্ষ ভোটে জিতবে বলে আশাবাদী মিলন। এদিনের সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সিদ্ধেশ্বর মহাপাত্র, অঞ্চল প্রমূখ মনোঞ্জয় মাইতি, সাহাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্প রানী মাইতি, উপ-প্রধানমন্ত্রী উত্তম জানা, জেলা কমিটির সদস্য স্বরুপ দাস প্রমুখ। এদিনের সভায় কয়েকশো বিজেপি কর্মী ও সমর্থকেরা সামিল হন।