পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-লোকসভা নির্বাচনের প্রচার এখন মধ্যগগনে। প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনের প্রচারে ঝাঁপিয়েছে। জনসংযোগ কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের মধ্যে পৌঁছাচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি দলীয় নেতৃত্বরা ও কর্মীরা প্রচার করছেন প্রার্থীর সমর্থনে। তৃণমূল কংগ্রেস প্রচারে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ বিরোধীদের। সেই মতো আজ বৈকুন্ঠপুর এক অঞ্চলের গোসাই পাড়া এলাকায় জন সংযোগ কর্মসূচির মধ্যে দিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচার ও সভা করা হয়। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডারী প্রকল্পকে সামনে রেখেই মহিলাদের মধ্যে প্রচার ব্যাপক পরিমাণ করা হয়। প্রচার কর্মসূচির শেষে সভা মঞ্চ থেকে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক একযোগে আক্রমণ করেন বিজেপি ও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। তিনি বলেন, ১৯ এবং ২১ সালের মতো আবারো বিজেপি নেতাদের ডেইলি প্যাসেঞ্জারই শুরু হয়ে গেছে। আর এখানে যাকে প্রার্থী করা হয়েছে তিনি তো মানুষের মধ্যে নেই শুধুমাত্র চায়ের দোকানে বসে চা খাচ্ছেন এবং দোকান থেকে কিনে একটি করে রজনীগন্ধা ফুলের মালা পড়ে নিচ্ছেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তাই আমাদের প্রার্থী বিপুলসংখ্যক ভোটে জয়যুক্ত হবেন। এই জনসংযোগ কর্মসূচি ও সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা উপপ্রধান জয়দেব ব্যানার্জি,বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবদীপ রায়, বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
Home রাজ্য দক্ষিণ বাংলা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচার ও...