মাদক পাচার করার সময় গাড়িতে আগুন, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার প্রফুল্ল নগরে।

0
33

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মাদক পাচার করার সময় গাড়িতে আগুন, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার প্রফুল্ল নগরে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় আনুমানিক 7 30 নাগাদ 12 নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে ফুলিয়া প্রফুল্ল নগর এলাকায় একটি সুইফট গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে বিষয়টি দেখে তড়িঘড়ি স্থানীয় মানুষজন প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন সম্পুর্ন গাড়ীকে গ্রাস করে নেয়। পরে রানাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়ির ডিকি ও বনেটের ভিতর থেকে গাঁজা জাতীয় মাদকের বেশ কিছু প্যাকেট উদ্ধার হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, গাড়ির ইঞ্জিনের বনেটের ভিতরে করে গাঁজা জাতীয় মাদক পাচার হচ্ছিল। ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। তবে গাড়ীতে ঠিক কত পরিমান গাঁজা ছিল সেই বিষয়ে এখনই সঠিক কোনো তথ্য জানতে পারেনি পুলিশ।কোথা থেকে কোথায় ওই গাঁজা পাচার হচ্ছিল ও এর পিছনে কারা জড়িত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর পুলিশ। পলাতক গাড়ী চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ।