বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- অভিনবত্ব কায়দায় ভোটের প্রচারে সাড়া ফেললো ইন্দাস। লোকসভা নির্বাচনে জনকল্যাণকর প্রকল্পগুলিকে হাতিয়ার করে, প্রতিকী প্রচার করছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া জেলার সব ব্লককে ভোট প্রচারে এবার অভিনবত্বে টেক্কা দিল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস।মা লক্ষীর সাজে হাতে লক্ষীর ভান্ডার নিয়ে হাঁটছে মহিলারা। আবার দেখা যাচ্ছে মা লক্ষী সেজে গৃহকর্ত্রীর দরজায় গিয়ে রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের সুফল বোঝাচ্ছেন সাধারণ মানুষকে। লোকসভা নির্বাচনের প্রচারে ইন্দাস ব্লকে চলছে রঙিন প্রচার। শুক্রবার বাঁকুড়ার ইন্দাসের ভোট প্রচারে করিশুন্ডা অঞ্চলে একটি মহামিছিল ছিল।কেউ সেজে ছিল লক্ষী ভান্ডারের লক্ষী,কেউ সেজে ছিলেন কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য পাওয়া কৃষক,কেউ স্বাস্থ্যসাথী কার্ড হাঁটছেন মিছিলে আবার কেউ ২৫ হাজার টাকা চেক নিয়ে পা মেলালেন। এই মহামিছিলে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ভোট যেন সত্যিকারের একটি উৎসব। এই মহা মিছিল দেখলে সে কথা স্পষ্ট হয়ে যায়। দিনের বেলা গনগনে রোদ্দুর সে কারণেই বিকেলের দিকে মিছিল। মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য প্রতিটি দল বিভিন্ন পন্থা গ্রহণ করছেন। কেউ বাড়িতে বাড়িতে গিয়ে করছেন জনসংযোগ। আবার কেউ প্রতীকী সাজ সেজে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। প্রার্থীরা ছাড়াও দিকে দিকে প্রচার হচ্ছে দলের মাধ্যমেও। জানান “বিভিন্ন স্তরে জনকল্যাণকর প্রকল্প নিয়ে এসেছে তৃণমূল। সেই কারণেই এই ব্যবস্থা। আমরা প্রকল্প গুলো সামনে রেখে মানুষের কাছে যেতে চাই। বিশেষ ভাবে সাড়া দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। মহিলারা এগিয়ে আসছেন।”
লোকসভা নির্বাচনের আঙিনায় প্রচারকে কেন্দ্র করেই যেন চলছে প্রতিটি দলের প্রস্তুতি। তবে মহিলাদেরকে সামনে রেখে প্রচার কাজ সারছেন রাজনৈতিক দল গুলি। প্রতীকী প্রচারে যেন বেশি মজেছেন মানুষ। বার বার চর্চায় উঠে আসছে রঙিন প্রতীকী প্রচার। আধুনিক যুগে যখন প্রত্যেকের হাতে রঙিন পর্দার স্মার্টফোন তখন এই ধরনের অভিনবত্ব প্রচারই যেন আশা করা যায়।
বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর থেকে আবদুল হাই এর রিপোর্ট