সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর।

0
52

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর। আজ বৃহস্পতিবার বালুরঘাট কলেজ থেকে নির্বাচনের কাজে যুক্ত থাকা ভোট কর্মীরা নিজ নিজ এলাকায় ভোট নেওয়ার জন্য মুভমেন্ট শুরু করেছেন। সকাল থেকেই বালুরঘাট কলেজের ডিসি ও আরসি সেন্টার থেকে বিভিন্ন ভোট সামগ্রী নিয়ে পোলিং পার্সোনেলরা তাদের নিজ গন্তব্যে যাচ্ছেন। এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য ভোট নেওয়া হবে শুক্রবার অর্থাৎ ২৬ এপ্রিল। এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত ৩৬ টি বুথ হয়েছে। এগুলির নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা নিরাপত্তা কর্মীরা।
প্রথমবার ভোট নিতে আসা এক মহিলা প্রিজাইডিং অফিসার জানালেন, “এবছর আমি প্রথম ভোট নিতে যাচ্ছি। ভোটের কাজে নিযুক্ত হতে পেরে আমি গর্বিত। যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নির্বাচন কমিশন ভোট কর্মীদের স্বাচ্ছন্দের কথা চিন্তা করে ব্যবস্থা গ্রহণ করেছে।”
বালুরঘাট কলেজ থেকে ভোট কর্মীরা তাদের ভোটের কাজে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে নিজেদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি সন্তোষজনক।