নদীয়ায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে জনসভা জে পি নাড্ডার।

0
68

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- দেশের ভবিষ্যৎ বদলে গেছে, শুধুই সারা দেশে বিকাশ হয়েছে। বদলে গেছে দেশের সংস্কৃতি, আর সবথেকে বড় ভূমিকা রাজনীতির প্রেক্ষাপটও পাল্টে গেছে। সবকা সাথ সবকা বিকাশ, গোটা দেশে এই মন্ত্রে চলছে উন্নয়ন। রবিবার নদীয়ার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা এলাকার আইটিআই কলেজ মাঠে নির্বাচনী জনসভা থেকে এ কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঞ্চে উপস্থিত ছিলেন, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির চার বিধায়ক। এছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। যদিও আজ জগন্নাথ সরকারের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। এমনিতেই দুই দফার নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে, আর নদীয়ার দুটি কেন্দ্রে রয়েছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। আর যত নির্বাচনের দিন এগিয়ে আসে ততই বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের পচার অভিযান কর্মসূচি। আর বিভিন্ন জায়গায় চলছে জনসভা। এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বেশ খানিকটা সময় মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন তিনি, আর সেখানেই রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি সারাদেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন সেটাও তুলে ধরেন তিনি। এদিন হেলিকপ্টারে করে হেলি প্যাডে নামেন তিনি, এরপর মঞ্চে প্রবেশ করে আগত কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের আশীর্বাদ গ্রহণ করেন। তবে আইটিআই কলেজ মাঠ চত্বর পুলিশ প্রশাসন ও সিআরপিএফ দেওয়ানদের দিয়ে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়। অন্যদিকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র বেশিরভাগটাই মতুয়া সম্প্রদায় অধ্যুষিত, এই কেন্দ্রে মতুয়া গড় থাকা সত্ত্বেও মতুয়াদের নিয়ে কোন ব্যাখ্যা করেননি জেপি নাড্ডা।