নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ১৬ বছর বয়সী এক কিশোরের। তীব্র দাবদহে একটু স্বস্তি পেতে চার বন্ধু গিয়েছিল একই সাথে ভাগিরতি নদীতে স্নান করতে। কিন্তু সেখানে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। চারজন জল থেকে উঠে আসলেও আর বাড়ি ফেরা হলো না ১৬ বছর বয়সী কিশোরের। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। জানাযায় মৃত কিশোরের নাম গৌরব পাল, বাড়ি নদীয়ার ফুলিয়ার চটকা তলা এলাকায়। পরিবারের কাছ থেকে জানা যায়, গতকাল দুপুর নাগাদ বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী, আর সেখানেই চার বন্ধুকে সাথে নিয়ে গৌরব স্নান করতে গিয়েছিল গৌরব। স্নান করতে করতে হঠাৎই জলে তলিয়ে যায় সে, যদিও ওই দৃশ্য দেখে চার বন্ধু তড়িঘড়ি ডাঙ্গায় উঠে আসে। পরিবারের দাবি, ওই বন্ধুরা তাদের খবর না দিয়েই পালিয়ে যায় ঘটনাস্থল ছেড়ে। খবর দেয় পার্শ্ববর্তী এলাকার মানুষ, ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখে গৌরবের দেহ নিখোঁজ। তড়িঘড়ি খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। যদিও ঘন্টাখানিকের মধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এসে ডুবুরি নামিয়ে গৌরবের খোঁজ শুরু করে। তবে সন্ধ্যাবার আগেই জলে ভেসে ওঠে মৃতদেহ। রাতেই মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। রবিবার গৌরবের মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। তবে এই মর্মান্তিক ঘটনায় পরিবার জানাচ্ছেন, গৌরব এবছর মাধ্যমিক পরীক্ষা দেয়, যদিও এখনো রেজাল্ট বের হয়নি। তবে অকালে গৌরবের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঘটনায় মর্মাহত গোটা পরিবার।