রাতের অন্ধকারে সিপিএমের অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও সেখানে থাকা দলীয় পতাকা অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য।

0
42

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রাতের অন্ধকারে সিপিএমের অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও সেখানে থাকা দলীয় পতাকা অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। নদিয়ার তাহেরপুরের এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। রাতের অন্ধকারে সিপিএমের নির্বাচনী অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই কার্যালয়ে থাকা সিপিএমের পতাকা ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে ফেলার ঘটনায় রবিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে তাহেরপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। নির্বাচনী কাজ করার জন্য পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে একটি অস্থায়ী কার্যালয় তৈরি করেছিল সিপিএম। সেখানে দলীয় পতাকা, ফেস্টুন, চেয়ার, টেবিল ও অন্যান্য নথিপত্র রাখা ছিল। বিষয়টি নিয়ে তাহেরপুর থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।