সাহাজানের বাড়ি কেনো মেদিনীপুরের দ্বিতীয় সাহাজানের শান্তিকুঞ্জের বাড়িতে অনাথ আশ্রম বানাক না- দেবাংশু।

0
52

তমলুক-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে রবিবার নন্দকুমারের খঞ্চিতে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু বলেন, সন্দেশখালিতে সাহাজানের বাড়ি নিলামে উঠলে আমি কিনে সেখানে অবাথ আশ্রম বানাবো। এছাড়াও তিনি বলেন, এসএসসি দিয়ে শুরু এরপর পিএসসি, মিউনিসিপালিটি সহ একাদিক পদ থেকে বাতিল হবে তা সময়ের অপেক্ষা। শুভেন্দুর এই ধরনের মন্তব্যের যবাব দেন তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এদিন তমলুকের হাসপাতাল মোড়ে রাজ্যের চাকরি হারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেই কর্মসূচিতে যোগদান করে দেবাংশু বলেন, কত টাকার মালিক চিন্তা করুন। ওতো বড় একটি রাজপ্রাসাদ সমান বাড়ি কিনবেন। কত পয়সা, কত চুরি না করলে এতো পয়সা হয়। এতো বড় একটা বাড়ি নিলাম হবে আর সেটা উনি কিনবেন। আর সেটা অনাথ আশ্রম করবে। অনাথ আশ্রম করার জন্য সাহাজানের বাড়ি কেনো কিনতে হবে।মেদিনীপুরের যে সাহাজান শান্তিকুঞ্জের বাড়ি টাকেই অনাথ আশ্রম বানাকনা। ওটাতো দ্বিতীয় সাহাজানের বাড়ি। মেদিনীপুরের সাহাজান। ওটাই অনাথ আশ্রম বানাক। পাশাপাশি আগামী দিনেও অনেকের চাকরি যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এত মানুষের চাকরি খেয়েও শান্তি পায়নি। সাধারণ মানুষ সব দেখছেন। সঠিক সময়ে এর উত্তর দেবে। শুধু অপেক্ষা করুন। এরা শুধু মিথ্যা কথা আর হুংকার দিয়ে রাজনীতি করে আর আমরা সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি। তাই ৪’ঠা জুন এর ফল দেখতে পাওয়া যাবে।