গরম থেকে বাঁচতে বিশেষ পরামর্শ ডাক্তার পবিত্র ব্যাপারির।

0
88

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  চলছে তীব্র তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহে জর্জরিত সাধারণ মানুষ। একটু স্বস্তির আশায় কেউ খাচ্ছেন শরবত,কেউবা একটু গাছের তলায় বসে দিন কাটাচ্ছেন। তবে এবার তীব্র গরম থেকে বাঁচতে, সাধারণ মানুষের উদ্দেশ্যে ডাক্তারি পরামর্শ দিলেন শান্তিপুরের স্বনামধন্য চিকিৎসক ডক্টর পবিত্র বেপারী। এদিন ৪২ ডিগ্রির পারদ ছুঁয়েছে তাপমাত্রা।আর তাতেই সাধারণ মানুষকে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন ডাক্তারবাবু। প্রতিদিন জলযুক্ত ফল এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে ছাতা ব্যবহার এবং যেকোনো সময় শরীর খারাপ লাগলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা জানালেন পবিত্র বেপারী। এদিন জরুরী পরিষেবা প্রদানকারী পুলিশ, সাংবাদিক, তথা ডাক্তারদের কাজের কথা তুলে ধরে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে ডাক্তারবাবু জানান, এই তীব্র দাবদহের মধ্যে যেভাবে পুলিশ সাংবাদিক এবং ডাক্তাররা সাধারণ মানুষের জন্য নিরলস পরিশ্রম করে চলেছে তাতে করে তাদের সুস্থ থাকা জন্য বিশেষ ভাবে ছাতা এবং সাদা কাপড় ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।