তীব্র দাবদহে হুড খোলা গাড়িতে ভোট প্রচার বিজেপি প্রার্থী অমৃতা রায়ের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  তাপমাত্রা ৪৪ ডিগ্রির কাছে। আর এই তীব্র দাবদহে ভোট প্রচারে ব্যস্ত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজবাড়ীর রাজবধূ অমৃতা রায়। মঙ্গলবার কৃষ্ণনগর উত্তর বিধানসভার আসান নগড় অঞ্চলের একাধিক জায়গায় হুড খোলা গাড়িতে ভোট প্রচার করলেন অমৃতা রায়। দিলেন আদিবাসী ভগবানের বিরসা -মুন্ডার মূর্তিতে মালা। তারপর একাধিক বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে রোড শো এর মাধ্যমে ভোট প্রচার করলেন তিনি। এদিন সাংবাদিক দের মুখোমুখি হয়ে অমৃতা রায় জানান, মানুষ পরিবর্তন চাইছে। এই দুর্নীতি বাজ তৃণমূল কে হটাতে বিজেপি আশা দরকার। আগের সাংসদ অনেক কাজ করেননি। এবার তার উপর সেই কাজ বাস্তবায়ন করার দায়িত্ব দিয়েছে সাধারণ মানুষ। তিনি সেই কাজ করে দেখাবেন বলেও জানান বিজেপি প্রার্থী অমৃতা রায়। এদিন তিনি আরও জানান,তার জয় শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *