তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে পাখিদের জন্য জল ভর্তি পাত্র।

0
55

আবদুল হাই, বাঁকুড়াঃ-  বিগত ৫০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে তছনছ হয়ে গেছে বেশ কয়েকদিন আগেই, কিন্তু তারপরও পারদের নিম্নমুখী পতনের কোন লক্ষণ দেখা যাচ্ছে না বরঞ্চ প্রতিদিন নতুন নতুন তাপমাত্রা রেকর্ড সৃষ্টি করে চলেছে এইবারের গ্রীষ্মে। আবহাওয়া দপ্তর প্রতিদিনকার তাপমাত্রার রেকর্ড জানাচ্ছেন এবং সেই রেকর্ড দেখে আঁতকে উঠার মতই পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই ব্যতিক্রম উত্তরবঙ্গের কয়েকটি জায়গা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদিফাটা রোদ্দুর আর সঙ্গে তীব্র তাপপ্রবাহে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, চাতক পাখির মত তাকিয়ে আছে উপরের দিকে একটু বৃষ্টির জন্য কিন্তু দেখা নেই বৃষ্টির এই পরিস্থিতিতে নদী-নালা খাল বিলের জল শুকাচ্ছে, পানীয় জল স্তরো হু হু করে নামছে অবস্থা এতটাই ভয়ংকর যে পরিবেশ ভারসাম্যকারী জীবজন্তুকুল পড়েছে চরম জল সংকটে আর এইরকম পরিস্থিতিতে সমাজসেবী শেখ বাপি সহ তার অনুগামীরা এগিয়ে এলেন পক্ষীকূল সহ জীবজন্তুদের জল দান করার জন্য আর এরকমই ঘটনার সাক্ষী থাকলো, বাঁকুড়া জেলার খাতড়ার কাশিপুর, পলাশডিহি, মুড়াগ্রাম, ইন্দ্রকচার মানুষজন। সমাজসেবী শেখ বাপি ও তার অনুগামী রাহুল অজয় নিতাই সহ বেশ কয়েকজন যুবক তীব্র তাপপ্রবাহ কে উপেক্ষা করে গাছে গাছে বাঁধলেন জলের পাত্র শুধু তাই নয়, প্রতিদিন যাতে ওই পাত্রে জল দেওয়া হয় করলেন তার ব্যবস্থাও, নিঃসন্দেহে এক প্রশংসনীয় উদ্যোগ যা প্রশংসিত হল সর্বোত্তই।