নিউব্যারাকপুরে অধ্যাপক সৌগত রায়-এর সমর্থনে শিক্ষাসেলের নির্বাচনী সভায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা, সব খবর, ৩০ এপ্রিল:-  ৩০ এপ্রিল, নিউব্যারাকপুরের কৃষ্টি অডিটোরিয়াম সংলগ্ন কস্তুরী লজে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী অধ্যাপক সৌগত রায়-এর সমর্থনে নিউব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহার উদ্যোগে বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য অনুমোদিত নিউব্যারাকপুর শিক্ষা সেলের সভায় প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি তার বক্তব্যে কেন্দ্রীয় সরকারের অনাচার, আইনের অপব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে সৌগত রায়কে জয়ী করার আহ্বান জানান। এছাড়া আজকের সভায় বক্তব্য রাখেন ওয়েবকুপা রাজ্য কমিটির সহযোগী সম্পাদক অধ্যাপক মহীতোষ গায়েন, তিনি তার বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গতিধারা তুলে ধরে সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট বিজেপি এবং আজকের লুপ্তপ্রায় সিপিএম জমানানার নৈরাজ্যের বিরুদ্ধে বাড়ি বাড়ি,পাড়ায় পাড়ায় প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার এবং অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে পুনঃ নির্বাচিত করার আহ্বান জানান।

মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা সেলের বিভিন্ন নেতৃত্বরাও অধ্যাপক রায়কে জয়ী করার জন্য সার্বিক নির্বাচনী প্রচারের মাধ্যমে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন গতিধারা বজায় রাখার আহ্বান জানান।আজকের সভায় উপস্থিত ছিলেন তিন শতাধিক শিক্ষক, অধ্যাপক,আইনজীবী,
শিল্পী,সাহিত্যিক ও নিউব্যারাকপুর পৌরসভার সমস্ত ওয়ার্ড কমিশনাররা ।এদিনের নির্বাচনী সভায় পৌরহিত্য করেন নবব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *