DTK ডিফেন্স একাডেমীর পক্ষ থেকে ২৯ জন শিক্ষার্থীর মাঝে বেল্ট বিতরণ করা হয়েছে।

0
38

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:–DTK ডিফেন্স একাডেমীর পক্ষ থেকে ২৯ জন শিক্ষার্থীর মাঝে বেল্ট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফালাকাটা ব্লকের জটেশ্বর হাসপাতাল সংলগ্ন এলাকার একটি মাঠে ওই বেল্ট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট একাডেমীর সেন্সি রোহিত ওরাও জানান, শিক্ষার্থীদের গ্রেড উন্নতি হওয়ার কারনে তাদের মধ্যে বেল্ট বিতরণ করা হয়েছে। মোট ২৯ জন শিক্ষার্থীদের বেল্ট দেওয়া হয়। তিনি আরো জানান, আত্মরক্ষা ও শরীরচর্চার জন্য ক্যারাটে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ছাত্র ছাত্রীকে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরী কারণ এর মধ্য দিয়ে শরীরচর্চা হয় এবং এর ফলে শরীর ও মন দুইয়ের মানসিক বিকাশ ঘটে।