দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে এবং অনাবৃষ্টিজনিত কারণে তপন ব্লকের চেচাই গ্রামে প্রচন্ড জল কষ্ট শুরু হয়েছে। গ্রামের সমস্ত জলধারগুলি যেমন শুকিয়ে গিয়েছে তেমনি অপরদিকে টিউবওয়েল গুলো থেকেও জল উঠছে না। পানীয় জলের সমস্যার জন্য গ্রামবাসীদের ভুক্তভোগী হতে হচ্ছে। যদিও স্থানীয় পঞ্চায়েত থেকে জলের গাড়ির মাধ্যমে জল বহন করে গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে কিন্তু তাও প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। গ্রামবাসীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের প্রচন্ড কষ্ট শুরু হয়েছে। পুকুর, ডোবা সমস্ত প্রায় শুকিয়ে গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত থেকে যে জল পান করার জন্য দিয়ে যাচ্ছে তাও প্রয়োজনের তুলনায় কম। পানীয় জল ছাড়া নিত্যনৈতিক কাজের জন্য জল পাওয়া যাচ্ছে না। সাব মার্শাল এবং শ্যালোর মাধ্যমে ভূগর্ভস্থ জল পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। মাঠের ধান এবং পাটের অবস্থা ভয়াবহ। জমির পর জমির ধান এবং পাট শুকিয়ে মরে যাচ্ছে। এমতবস্থায় সরকারি সাহায্য না পেলে গ্রামবাসীরা না খেতে পেয়ে মারা যাবেন বলে জানালেন। তাদের মত হলো পানীয় জলের জন্য যে ব্যবস্থা স্থানীয় পঞ্চায়েত থেকে করা হয়েছে তার সময়েরও কোন ঠিক ঠিকানা নেই। সকাল দশটার সময় জল আসবে বলে বলা হলেও সেই জল কখনো কখনো দুপুর একটা বা দুটোর সময় আসছে। এখনো পর্যন্ত যদিও গ্রামবাসীদের তরফ থেকে স্থানীয় ব্লক বা প্রশাসনকে বিষয়টি জানানো হয়নি তবে অদূর ভবিষ্যতে যদি পানীয় জল সংক্রান্ত বিষয়ে এরকমই অব্যবস্থা চলতে থাকে তাহলে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে বলে গ্রামবাসীরা জানালেন। গ্রামবাসীরা আরো বলেন, এরকম অস্বাভাবিক পরিস্থিতি আগে কখনো হয়নি। তপন ব্লকে সার্বিকভাবে গ্রীষ্মকালে পানীয় জলের সমস্যা থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন রকম। গ্রামবাসীদের এখন একমাত্র ভরসা কবে বৃষ্টি হয়। যদি বৃষ্টি হয় তাহলেই একমাত্র জল স্তর বাড়তে পারে অন্যথায় পরবর্তীকালে এই পরিস্থিতি আরও খারাপ হবে।
Home রাজ্য উত্তর বাংলা গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে এবং অনাবৃষ্টিজনিত কারণে তপন ব্লকের চেচাই গ্রামে প্রচন্ড জল...