বিষ্ণুপুর লোকসভায় এবার জোড়া ফুল ফুটছে, লাল পাড়ে সাদা শাড়ি, কপালে লাল টিপে নমিনেশন ফাইল করতে এসে সাংবাদিকদের বললেন সুজাতা মন্ডল।

0
80

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বিষ্ণুপুর এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রে মহিলা বাদ্যকরদের বাজনার তালে তালে হাজার হাজার কর্মী সমর্থক পরিবেষ্টিত হয়ে, লাল পাড়ে সাদা শাড়ি, কপালে লাল টিপে সনাতনী হিন্দু মহিলা রুপে বিষ্ণুপুর লোকসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল পায়ে পায়ে পৌঁছালেন জেলা শাসক দপ্তরে এবং করলেন নমিনেশন ফাইল পরের সাংবাদিদের সামনাসামনি হয়ে তিনি জানান,- বিষ্ণুপুর লোকসভায় এবার জোড়া ফুল ফুটছে, মানুষ উন্নয়নের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে আছেন এবং থাকবেন। তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে পারে তৃণমূলই রাই আরো উন্নততর পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য, এভাবেই তিনি খোঁচা দেন বিরোধী প্রার্থীকে। কিছুদিন আগে বিজেপি প্রার্থী ঢাক ঢোল পিটিয়ে নমিনেশন ফাইল করেছিলেন তার পাল্টা হিসাবে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল মহিলা বাদ্যকরদের বাজনার তালে তালে পা মেলালে হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে।