মায়ের শিক্ষকতা করার স্কুলেই মেয়ের সর্বোচ্চ নাম্বার, শান্তিপুরে সর্বোচ্চ নাম্বার পেয়ে বিদ্যালয়ের নাম উজ্জ্বল কল শ্রেয়সী মিত্র।

0
73

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:-  ২০২৪ মাধ্যমিকের ফলাফল। তবে রাজ্যের একাধিক স্কুল পড়ুয়া মাধ্যমিকে ভালো ফল লাভ করলেও শান্তিপুরের রাধারানী স্কুলের ছাত্রী শ্রেয়সী মিত্র ৬৭৪ নম্বর পেয়ে শান্তিপুরের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপক হয়েছেন। ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে শ্রেয়শীর। শ্রেয়শির বাবা পেশায় রামকৃষ্ণ মিশনের অধ্যাপক ডক্টর সঞ্জয় মিত্র জানান, মেয়ে ছোট থেকেই পড়াশোনা করতে ভালবাসে তবে আশা করেছিলেন ১ থেকে ১০ এর মধ্যে মেয়ে কোন স্থান অর্জন করবে, কিন্তু যা নাম্বার পেয়েছে তাতে অনেকটাই খুশি তিনি। অপরদিকে শ্রেয়শির মা সরস্বতী বসাক জানান, মেয়ে রাধারানী স্কুলে পড়লেও তিনিও ওই স্কুলের শিক্ষিকা। তবে মেয়ের ক্লাস নেওয়ার থেকে শুরু করে বাড়িতে পড়াশোনা সবই একা হাতে সামলেছেন তিনি। তাই মেয়ের এই সাফল্যে অনেকটাই আপ্লুত মা সরস্বতী বসাক। তবে শ্রেয়সীর মুখ থেকে শোনা যায়, সারাদিনে বেশিরভাগ সময়টা পড়াশোনার উপরেই জোর দেয় সে। একটা সময় নাচ গান নিয়ে সময় কাটে, কিন্তু ক্লাস নাইনে উঠে পড়াশুনার প্রতি বেশি ঝোঁক তৈরি হয় তার। আজ তারই সাফল্যে যেমন খুশি শ্রেয়শির পরিবার তেমনি খুশি বিদ্যালয়ের শিক্ষক থেকে শিক্ষিকারা।