নিজস্ব সংবাদদাতা, মালদা:—শুক্রবার মালদায় ভোট প্রচারে এলেন অভিনেতা দেব(দীপক অধিকারী)উত্তর মালদার তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করলেন রতুয়ায়। এদিন তিনি বেলা সাড়ে ১২টা নাগাদ হেলিকপ্টারে চেপে রতুয়া স্টেডিয়ামে নামেন। এরপর সেখান থেকেই রোড শো করলেন। উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিকে পাশে নিয়ে রতুয়া সদর এলাকার হুডখোলা গাড়ি করে বিভিন্ন পথ পরিক্রমা করেন অভিনেতা দেব।এই রোড শোতে দেবকে দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে।