ইভিএমে ভোট হলে তৃণমূল হারবে বলে ১৯ লক্ষ ইভিএম মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে : শুভেন্দু অধিকারী।

0
132

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভায় লোক হচ্ছে না, ওনার অশালীন ভাষা প্রয়োগ ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কুমন্তব্যের কারণে ওনাকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, এন আর সি নিয়ে এতদিন মিথ্যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তার কথায় আর বিশ্বাস করছে না সিএএ অলরেডি চালু হয়ে গিয়েছে কিন্তু কারোর নাগরিকত্ব বাতিল হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ভুল বার্তা দিলেও আজও পর্যন্ত সি এ এ এন আর সি নিয়ে নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়ার প্রতিবাদে কেউ রাস্তায় নামেনি। শনিবার বিকেলে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে চৈতন্য ভূমি নবদ্বীপ সরকার পাড়া সংলগ্ন নিশান ক্লাবের মাঠে এক প্রকাশ্য জনসভায় যোগদান করতে এসে কার্যত এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে সরাসরি নিশানা করলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিনের জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জি সহ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সহ অন্যান্য বিধায়ক ও জেলা বিজেপির নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন কয়েকহাজার বিজেপি কর্মী-সমর্থকরা। এদিনের সভা মঞ্চ থেকে সরাসরি রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, ইভিএমে ভোট হলে তৃণমূল হারবে বলে ১৯ লক্ষ ইভিএম মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল, কিন্তু সেই অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন তৃণমূল কংগ্রেস বলে প্রশ্ন করেন তিনি। পাশাপাশি সম্প্রতি সন্দেশখালির ঘটনা সাজানো বলে বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্পূর্ণ বিষয়টি সাজানো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি নিধনে আইপেকের তত্ত্বাবধানে ভিডিওটি এডিট করে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বলে এই প্রসঙ্গে এ দিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও এই বিষয়ে ইতিমধ্যেই গঙ্গাসাগর কয়েল সি বি আই এর কাছে অভিযোগ দায়ের করেছেন বলেও দাবি করেন তিনি। কিন্তু এই বিষয়টি সাধারণ মানুষ গ্রহণ করবে না বলেও দাবি করেন বিরোধী দলনেতা। এবারের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীদের পরাজিত করে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে বলো দাবি করেন শুভেন্দু অধিকারী।