রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমনি অধিকারীর হয়ে ভোট প্রচারে আসলেন তৃণমূল সুপের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0
61

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২০২৪ লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমনি অধিকারীর হয়ে ভোট প্রচারে আসলেন তৃণমূল সুপের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নদী আর চাকদায় প্রথম সভা অনুষ্ঠিত হয় চাকদা সিংহের মাঠ ময়দানে এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কর্মী সমর্থক এবং রানাঘাট লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থীর অধিকার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস এদিন মুকুটমণি অধিকারীর হয়ে প্রচারে এসে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান একাধিকবার মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের লোক দেখিয়ে তাদের কাছ থেকে ভোট নিয়েছে কেন্দ্রীয় সরকার তবে তবে মতুয়াদের কোন রকম নিঃশর্ত নাগরিকত্ব দেয়নি। যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন ততদিন পশ্চিমবঙ্গে সিএএ হতে দেবেন না বলে হুংকার ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় সরকারের যে নোংরা রাজনীতি সেদিকেও আলোকপাত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান সন্দেশখালি নিয়ে অনেক সন্দেহের সাধারণ মানুষকে খাইছে কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদি কিন্তু অপরদিকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি রাজভবনের মধ্যে মহিলাদের শ্রীলতা হানি করছেন আর সেখানেই রাত্রি যাপন করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কই তখন তো কোন সন্দেশের কথা মুখে আনলেন না। বাংলাকে কলঙ্কিত করতেই একের পর এক নোংরা রাজনীতির পথে নিচ্ছে কেন্দ্রীয় সরকার তবে তৃণমূল কংগ্রেস ও প্রস্তুত রয়েছে এবার আর দিল্লিতে সরকার গঠন করতে পারছে না বিজেপি অপরদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান তার অনেক ছবি অনেক আগেই তার কাছে এসেছে সেই সব ছবি যদি সম্মুখে নিয়ে আসা হয় তাহলে জগন্নাথ সরকারের গদি উল্টে যাবে যদিও তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করে না। তাই এই সমস্ত জিনিস সামনে আনছেন না। তবে আগামী দিনে রানাঘাট লোকসভা কেন্দ্রে মুকুটমনি অধিকারী কে বিপুল ভোটে জয়ী করে দিল্লির সংসদে বুঝিয়ে দিতে হবে তৃণমূল কংগ্রেসি রাজ্যের একমাত্র ভরসা নরেন্দ্র মোদি বারবার প্রচার করছেন বিনামূল্যে gas বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছেন সাধারণ মানুষ আদৌ পেলাম না কিভাবে তিনি দিলেন সেই প্রশ্নও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে ভোটে জেতার আগে প্রতিশ্রুতি দিয়েছিল মোদি, প্রত্যেকের একাউন্টে ১৫ লক্ষ টাকা। সে টাকাও আজ এসে পৌঁছায়নি। এই জুমলা পার্টির বিরুদ্ধে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায় যদিও আজকের এই জনসভা কে কেন্দ্র করে চাকদা জনসভার মাঠে সাধারণ মানুষ তথা মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। যাতে করে বোঝাই যায় মুকুটমণি অধিকারীর জয় শুধু সময়ের অপেক্ষা।