সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পানীয় জলের হাহাকার, বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।

0
42

যাদবপুর-সোনারপুর, নিজস্ব সংবাদদাতা:- জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহ। সেই সঙ্গে বইছে ‘লু’। সকাল সকল ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা ঘাট । দুপুরে শহর থেকে গ্রাম সর্বত্র রাস্তাঘাট শুনশান। বহু জায়গায় জলস্তর নেমে গেছে অনেকটাই । জেলায় শুরু হয়েছে পানীয় জলের তীব্র সংকট। গ্রামাঞ্চলের জলাশয় গুলি শুকিয়েছে। গরম পড়ার সাথে সাথে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে যাদবপুর লোকসভার বহু ওয়ার্ডে। জল ই জীবন। আর এই জলের সঙ্কট মেটাতেও ব্যর্থ বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি  যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পানীয় জলের সঙ্কোট চরম আকার নিয়েছে। সেখানে জলের জন্য একপ্রকার হাহাকার পড়ে গিয়েছে। বিক্ষোভ তীব্র হয়েছে  স্থানীয় বাসিন্দাদের মধ্যে । হাঁড়ি কলসি বালতি নিয়ে পথে নেমে এসেছে সাধারণ মানুষ। এই তীব্র গরমে পানীয় জলের সঙ্কট জনগনের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকার মানুষ। জল সঙ্কট মেটানোর দাবিতে এবার রীতিমতো রাস্তায় বসল এলাকার সকল মহিলা-পুরুষ।প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও এ প্রসঙ্গে শাসক দলের ব্যর্থতা নিয়ে অভিমত প্রকাশ করেছে বিরোধী দল গুলি। তাইত প্রতি দিনের প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজিপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় এর প্রচারে বারবার উঠে এসেছে পানীয় জলের সঙ্কট মোচনের প্রতিশ্রুতি ও শাসক দলের চরম ব্যর্থতার কথা।
কিন্তু যে ভাবে রাজ্যের শাসক দলের দুর্নীতির খোলস মনুষের চোখের সামনে উঠে আসছে, যে ভাবে শাসক দলের একের পর এক ব্যর্থতা মানুষ জানতে বুঝতে পারছে তাতে রাজ নৈতিক বিশেষজ্ঞদের মতে এর প্রভাব পড়বে ভোট বাক্সেও।

।। ছবি : প্রতীকী।।